Home / খেলার খবর / বাংলাদেশ ক্রিকেটের তরুণ খেলোয়াড় নিয়ে কাজ করবেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর

বাংলাদেশ ক্রিকেটের তরুণ খেলোয়াড় নিয়ে কাজ করবেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট উইংয়ে যোগ দিতে যাচ্ছেন ওয়াসিম জাফর। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, তরুণ খেলোয়াড় ও বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে কাজ করবেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।

ক্রিকইনফো বলছে, অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের সঙ্গে কাজ করবেন তাদের ব্যাটিং দক্ষতা ও প্রয়োজনীয় উন্নতির লক্ষ্যে। এবারই প্রথম বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন না জাফর।

২০১৯ সালে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমিতে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। যে কয়েক মাস দায়িত্বে ছিলেন, সেসময় অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেন জাফর।

২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের দল পাঞ্জাব কিংসের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছে জাফরের। এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে উত্তরাখণ্ডের হেড কোচ হিসেবেও দায়িত্ব নিয়েছিলেন। তবে রাজ্য অ্যাসোসিয়শনের সঙ্গে মতানৈক্যের কারণে সেই দায়িত্ব ছেড়ে দেন জাফর। গত বছর জুলাইয়ে ওড়িশার হেড কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.