Home / সর্বশেষ / যুক্তরাষ্ট্রে না গিয়ে বিশেষ কারণে ঢাকায় ফিরলেন সাকিব

যুক্তরাষ্ট্রে না গিয়ে বিশেষ কারণে ঢাকায় ফিরলেন সাকিব

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখান থেকেই

সরাসরি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু যুক্তরাষ্ট্র না গিয়ে সরাসরি ঢাকায় এসে পৌঁছেছেন সাকিব। সাকিবের ঢাকা ফেরার ব্যাপারে

নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। তিনি জানান সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে দেশে ফেরেন বাঁহাতি অলরাউন্ডার।

সাকিবের কোনো ইনজুরি নেই। শারীরিকভাবে দুর্বল অনুভব করায় তিনি মেডিকেল চেকআপ করাতে যান সিঙ্গাপুরে। বিসিবির প্রধান চিকিৎসক

দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাকিবের এমনিতে কোনো সমস্যা নেই। বাকিটা রিপোর্ট দেখে বোঝা যাবে কী অবস্থা। এদিকে জানা গেছে,

আগামীকাল বিসিবির সাথে বৈঠকে বসবেন সাকিব। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হতে সম্মতি হয়েছেন তিনি। যদি আগামীকালই

হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ।

Check Also

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা…

যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ২৪ ঘণ্টা পার না হতেই …

Leave a Reply

Your email address will not be published.