শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতে না হতেই হাতে চলে এল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্নাঙ্গ সময়সূচি, টাইগাররা নিজেদের ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে বেশি একটা ভালো করতে পারেনি।




আর এই নিজেদের দুর্বলতার ভার কাটাতে চাইবে ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে সিরিজ জয়ের মধ্যে দিয়ে। আর এই জন্য দলকে শক্তিশালী করতে টাইগার স্কোয়াডে থাকছে বড় পরিবর্তন।




বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে। এই সফরে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টাইগার বাহিনী ১৬ ও ২৪ জুন দুটি টেস্ট ম্যাচ খেলবে। এছাড়া তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে।




অনেকদিন পর এই সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে দীর্ঘদিন পর টেস্ট দলে আছেন মোস্তাফিজুর রহমান।




তবে পবিত্র হজ পালনের জন্য এই সফরে থাকবেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
চলুন বাংলাদেশ সময় অনুযায়ী এই সিরিজের সময়সূচি ও বাংলাদেশের দলের ঘোষিত স্কোয়াড জেনেনি…




বাংলাদেশ সময় অনুযায়ী বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচি:
টেস্ট সিরিজ-
প্রথম টেস্ট- ১৬ জুন – ২০ জুন – রাত ৮টা, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে, নর্থ সাউন্ড, অ্যান্টিগা।
দ্বিতীয় টেস্ট- জুন ২৪ – ২৮ জুন – রাত ৮টা, ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া।




টি-টোয়েন্টি সিরিজ-
প্রথম টি-টোয়েন্টি ০৩ জুলাই – সকাল ৬টা- উইন্ডসর পার্ক, রোসেউ, ডোমিনিকা।
দ্বিতীয় টি-টোয়েন্টি ০৪ জুলাই – সকাল ৬টা- উইন্ডসর পার্ক, রোসেউ, ডোমিনিকা।
তৃতীয় টি-টোয়েন্টি ০৮ জুলাই – সকাল ৬টা- প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা।




ওয়ানডে সিরিজ-
প্রথম ওয়ানডে ১০ জুলাই – প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানা।
দ্বিতীয় ওয়ানডে ১৩ জুলাই – প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানা।
তৃতীয় ওয়ানডে ১৬ জুলাই – প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানা।




ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তিন ফরমেটের আলাদা দল ঘোষণা করেছে।
টেস্ট দলঃ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান, শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান।




ওয়ানডে দলঃ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়।




টি-টোয়েন্টি দলঃ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক, নুরুল হাসান, ইয়াসির আলী, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।