জাতীয় দলের তারকা ছাড়া ৩২ স্পিনার নিয়ে শুরু হয়েছে ৪ দিনের ক্যাম্প। সেখান থেকে ভবিষ্যতের সাকিব, তাইজুল খুঁজে বের করতেই এই ক্যাম্পের আয়োজন বলেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ‘এখন পর্যন্ত সাকিব, তাইজুলের মতো কাউকে খুঁজে পাইনি।




আমরা চেষ্টা করছি তাদের প্রোফাইল এবং ভিডিও দেখব। আশা করছি আমরা সম্ভাবনাময় স্পিনারদের খুঁজে পাব। সবাই বেশ ভালো, আশা করছি আমরা কিছু ভালো বিকল্প খুঁজে পাব আগামী কয়েকদিনের মধ্যে।’




ক্যাম্পে ডাক পাওয়া স্পিনার :




জুবায়ের হোসেন লিখন, রকিবুল হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল হোসেন অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরী, সাঞ্জামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মেহরাব অহিন, শাহাদত হোসেন সবুজ, নাঈম হোসেন সাকিব, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি, তুষার মিয়া, অনিক, তাজ মোহাম্মদ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম ও রুবেল।