রাজস্থান রয়্যালস ফাইনালে ২০০৮ সালের পর প্রথমবার, গুজরাট টাইটানসের আইপিএলেই প্রথম মৌসুম এটি। ফাইনালের মঞ্চটা তাদের জন্য ‘ঘরের মাঠ’,




বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে গুজরাট টাইটানস প্রস্তুত ছিল উৎসব করতে। রাজস্থানের জন্য এটি ছিল গত মার্চে অন্যলোকে চলে যাওয়া




তাদের একমাত্র শিরোপাজয়ী অধিনায়ক শেন ওয়ার্নকে শিরোপা উৎসর্গ করার উপলক্ষ্য। আপাতত সেটিকে অপেক্ষায় রাখল গুজরাট। প্রথম কোয়ালিফায়ারের




মতো ফলটা বদলাল না ফাইনালে এসেও। ‘নতুন’ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে ‘নতুন’ গুজরাট দলটাই জিতল আইপিএলের ১৫তম শিরোপা।




রাজস্থানকে ১৩০ রানেই আটকে রেখে অর্ধেক কাজ সেরে রাখা গুজরাট সেটি টপকে গেছে ৭ উইকেট ও ১১ বল বাকি রেখেই। ফলে ২০১৬ সালে




সানরাইজার্স হায়দরাবাদের পর আবার নতুন চ্যাম্পিয়ন দেখল আইপিএল, ২০০৮ সালে রাজস্থানের পর প্রথমবার আইপিএল খেলতে এসেই শিরোপা জিতল গুজরাট।