Home / খেলার খবর / নিয়ম ভাঙায় কামিল মিশারাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

নিয়ম ভাঙায় কামিল মিশারাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কান ব্যাটসম্যান কামিল মিশারাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। নিয়ম ভাঙায় লঙ্কান টিম ম্যানেজমেট এ সিদ্ধান্ত নিয়েছে।

আজই ২১ বছর বয়সী এই ওপেনারের শ্রীলঙ্কা ফিরে যাওয়ার কথা। দেশে ফেরার পর মিশারার ব্যাপারে তদন্ত করা হবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

সেখানে বলা হয়, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। তবে কী কারণে এ অভিযোগ উঠছে, সেটি সেখানে বলা হয়নি। তাঁকে এখন বাংলাদেশ থেকে দেশে ফিরে যেতে হবে। ফেরার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন মিশারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে তিনি ৬৬৬ রান করেছেন, ফিফটি রয়েছে ৬টি।

এর আগে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ওপেনার। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সাফল্য পাননি।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.