ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে থেকেই একের পর এক ক্রিকেটার চোটে আক্রান্ত হতে থাকেন। পেসার তাসকিন আহমেদ তো আগেই ছিটকে গেছেন।




চট্টগ্রামে ড্র হওয়া টেস্টে চোট পেয়ে ছিটকে গেছেন আরেক পেসার শরীফুল ইসলাম। শুধু তাই নয়, প্রথম টেস্টে দারুণ বোলিং করা তরুণ অফ স্পিনার নাঈম হাসানও আঙুলে চোট পেয়েছেন।




তাই ঢাকা টেস্টে পেসারের পাশাপাশি স্পিনার সংকটেও ভূগছে বাংলাদেশ। ঢাকা টেস্টে নাঈমের জায়গায় খেলবেন কে? আজ শনিবার সংবাদ সম্মেলনে প্রশ্নটা করা হয়েছিল




বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে। জবাবে তিনি বলেন, ‘ঢাকা টেস্টে (নাঈমের) কোনো রিপ্লেসমেন্ট নেই। মোসাদ্দেক আছে স্কোয়াডে।




দল আগেই দেওয়া হয়েছে, আর কোনো নতুন স্পিনার নেওয়া হচ্ছে না। নাঈম নেই, মিরাজ ইনজুরিতে আছে, স্পিনারের ক্রাইসিস আছে। এখন আর কিছু করার নেই। দ্বিতীয় টেস্টের জন্য যে স্কোয়াড আছে, সেখান থেকেই স্পিনারের ঘাটতি পূরণ করতে হবে। ‘




এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে চোট পেয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যান দারুণ ফর্মে থাকা মেহেদি মিরাজ। তার বদলি হিসেবে




নাঈম হাসান ১৫ মাস পর টেস্ট খেলার সুযোগ পেয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। এখন নাঈমের তো বদলি নেই। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা শুভাগত হোমকে নিয়েও ভাবা হয়েছিল। কিন্তু তিনি দেশের বাইরে। তাই মোসাদ্দেককেই সাকিব-তাইজুলের সঙ্গে ‘বিশেষজ্ঞ স্পিনারের’ ভূমিকা নিতে হবে।