Home / সর্বশেষ / পবিত্র হজ্ব পালন করতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছেন মুশফিক

পবিত্র হজ্ব পালন করতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছেন মুশফিক

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এ সময় তিনি পবিত্র হজ পালন করবেন বলে জানা গেছে।

বিসিবি বরাবর এ জন্য ছুটি চেয়ে চিঠিও দিয়েছেন তিনি। বিসিবিও মুশফিককে ছুটি দিয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিকের না থাকা বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কাই বটে।

ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে চোটের কারণে আগেই ছিটকে গেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাঈম হাসান। না থাকাদের দলে নতুন সংযুক্তি মুশফিক।

সব ঠিক থাকলে আগামী ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন।

প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা, দ্বিতীয়টি সেন্ট লুসিয়ায়। এরপর ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ ৩ ও ৭ জুলাই।

ডমিনিকায় প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি গায়ানায়। বাংলাদেশ দল সফর শেষ করবে ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ খেলে। সব কটি ম্যাচের ভেন্যু গায়ানা।

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.