Home / খেলার খবর / ‌‘ভুলের জন্য’ পাকিস্তানকে ক্ষতিপূরণ দিলো নিউজিল্যান্ড

‌‘ভুলের জন্য’ পাকিস্তানকে ক্ষতিপূরণ দিলো নিউজিল্যান্ড

গত বছরের সেপ্টেম্বরে নিরাপত্তা হুমকির অজুহাত তুলে পাকিস্তান সফরের মাঝপথে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশেষে সেই ‘ভুলের জন্য’ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ক্ষতিপূরণ দিলো নিউজিল্যান্ড ক্রিকেট।

সফরে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু একটি ম্যাচ শেষ হওয়ার পরই নিরাপত্তা হুমকির উড়ো খবরে সফর বাতিল করে কিউইরা। এতে বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়ে পিসিবি।

সম্পর্ক এতটাই তিক্ত হয়ে গিয়েছিল, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছিল পিসিবি। তবে পরে কিউই বোর্ড তাদের ভুলের জন্য ক্ষমা চায়। ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেয়।

সেই মোতাবেক অবশেষে পিসিবিকে ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ক্ষতিপূরণের অংকটা কত, সেটা প্রকাশ করতে রাজি হয়নি দুই বোর্ড।

এখন অবশ্য দুই বোর্ডের সম্পর্ক একদমই স্বাভাব্কি। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আগামী অক্টোবরে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাওয়ার কথা পাকিস্তানের। যেখানে অপর দল হিসেবে থাকবে বাংলাদেশ।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.