মুশফিকুর রহিম, বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার। টেস্টে বাংলাদেশের অনেক ‘প্রথম’ কীর্তির সাথে জড়িয়ে আছে মুশফিকুর রহিমের নাম।




এমনকি তামিম ইকবালের যখন ৫ হাজার রান ছুঁইছুঁই, তখন তাকে অতিক্রম করে মুশফিকই প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।




ক্যারিয়ারের এই সময়ে এসেও নিয়মিত খেলছেন তিন ফরম্যাটে। তবে টি-২০ থেকে অবসর নিচ্ছেন না মুশফিকুর রহিম; যমুনা টেলিভিশনকে জানালেন বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল।




তবে তার অবসরের কোন ইঙ্গিতই দেননি বলে দাবি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। জানালেন, সব ফরম্যাটেই বোর্ডের পরিকল্পনায় আছেন মুশফিক।




তবে মুশির স্ত্রীর সমালোচনার জবাবে পাপন বলেন, সাকিব বাদে সবার বিকল্প আছে। এদিকে টি-২০তে তামিমকে আর পাওয়া যাবে না বলেও জানান তিনি। পঞ্চপান্ডব,




বিসিবির পরবর্তী সভাপতি, ডোমিঙ্গো-নান্নুর মেয়াদ, সাকিবের অধিনায়কত্ব সব মিলিয়ে যমুনা টিভির সাথে খোলামেলা কথা বলেছেন নাজমুল হাসান। আজ রয়েছে প্রথম পর্ব।