দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময় ইনজুরিতে পড়েন জাতীয় দলের ফাস্ট বোলার শরিফুল ইসলাম। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ।




কিন্তু গতকাল শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় হাতে চোট পান শরিফুল ইসলাম। যে কারণে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলতে পারছেন না শরিফুল। তবে শুধু এই শ্রীলঙ্কা সিরিজ নয়, শরিফুলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।




জানা গেছে, অন্তত চার-পাঁচ সপ্তাহ সময় লাগবে শরিফুলের মাঠে ফিরতে। সেক্ষেত্রে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টে হয়তো শরিফুল খেলতে পারবেন না। তবে তাকে সাদা বলের সিরিজে দলে চায় বাংলাদেশ। এরপর এক্স-রে করা হলে তার হাতের পঞ্চম মেটাকারপালে চিড় ধরা পড়ে। যে কারণে বেশ লম্বা সময়ের জন্যই ছিটকে গেলেন তিনি।




জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, ‘চতুর্থ দিনের খেলা শেষে শরিফুলের এক্স-রে করি আমরা। যেখানে চিড় ধরা পড়েছে। এসব ইনজুরি সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগে। এরপর পুনর্বাসনে আরও দুই সপ্তাহ। যে কারণে শরিফুলকে চার-পাঁচ সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে।’




এমনটা হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। আগামী ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন।