আগেরদিন বিকেলের ভালো শুরুটা আজ সকালে ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। পাল্টা আক্রমণ করে স্বাগতিক বোলার-ফিল্ডারদের হতোদ্যম অবস্থায় ফেলে দেন কুশল মেন্ডিস। তার সঙ্গে রয়েসয়ে খেলতে থাকেন দিমুথ করুনারাত্নে।




তবে দিনের দ্বিতীয় ঘণ্টার শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম। তার দুর্দান্ত এক টার্নিং ডেলিভারিতে সোজা বোল্ড হয়ে গেছেন কুশল মেন্ডিস। ঝড়ো ফিফটির কাছে গিয়েও কুশলকে থামতে হয়েছে ৪৮ রানে।




এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১.২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১০৬ রান। বাংলাদেশের ৬৮ রানের লিড ছাড়িয়ে লঙ্কানরা এগিয়ে গেছে ৩৮ রানে। করুনারাত্নে খেলছেন ৩৪ রান নিয়ে।