Home / সর্বশেষ / প্রথম বাংলাদেশী হিসেবে মুশফিকের নতুন রেকর্ড! ভারত থেকে নতুন ১ টি বার্তা পাঠালেন বন্ধু দিনেশ কার্তিক

প্রথম বাংলাদেশী হিসেবে মুশফিকের নতুন রেকর্ড! ভারত থেকে নতুন ১ টি বার্তা পাঠালেন বন্ধু দিনেশ কার্তিক

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজারি রানের ক্লাবে ঢুকেছেন মুশফিকুর রহিম। তার এই অর্জনে পার্শ্ববর্তী দেশের উইকেটরক্ষক দীনেশ কার্তিক প্রশংসা করেছেন।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশি হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরির পর, প্রথম ব্যাটার হিসেবে ৫০০০ রানের রেকর্ডটাও মুশফিকের দখলে। আজ ফার্নান্দোর বলে চার মেরে কাঙ্ক্ষিত সেই মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

তার এমন কীর্তিতে চুপ থাকতে পারলেন না ভারতের উইকেটরক্ষক কার্তিক। মুশফিকের ভূয়সী প্রশংসা করলেন। চতুর্থ দিন শেষে ‘দ্য আইসিসি রিভিউতে’ মুশফিককে নিয়ে কার্তিক বলেন,

“যেকোনো ব্যাটারের জন্য টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করা বড় অর্জন এবং সে (মুশফিক) যে করেছে তা দুর্দান্ত। আপনি যখন পতাকাবাহী অথবা প্রথম কোনো কিছু অর্জন করেন তখন আপনাকে সর্বদা সম্মানের সাথে দেখা হয়। মুশফিকের ক্ষেত্রেও একই।”

তিনি আরও যোগ করেন, “বিশ্বের অনেক তরুণ ক্রিকেটার তাকে অনুসরণ করার চেষ্টা করে এবং একজন খেলোয়াড় হিসেবে তাকে সত্যিই উপভোগ করে। সে বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে দেশে ও বিদেশের মাটিতে পারফর্ম করেছে।”

চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হলেও গরমের সঙ্গে মানিয়ে নেওয়া কষ্টকর ছিল দুই দলের খেলোয়াড়দের জন্য। বিশেষ করে ক্রিকেটারদের মধ্যে পানি শূন্যতারও অভাব দেখা যায়। এই গরমে টেস্ট মেজাজেই ব্যাটিং করেছেন মুশফিক।

২৭০ বলে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন। মুশফিকের জন্য কাজটি যে সহজ ছিল না তা অনুধাবন করতে পারছেন কার্তিক।
“বাংলাদেশের গরম ভিন্ন মাত্রার। আমি জানি সে কেমন অনুভব করেছে।

আমার মনে আছে ২০০৭ সালে তীব্র গরমে তাদের বিপক্ষে টেস্ট খেলছিলাম। আমার পুরো শরীরে ক্র্যাম্প ছিল। এটি আমার শরীরের শক্তি নষ্ট করে দিয়েছিল। সুতরাং আমি মুশফিককে পুরো কৃতিত্ব দিতে চাই।”

শেষ পর্যন্ত ২৮২ বলে ১০৫ রানেই থামে মুশফিকের ইনিংস। এম্বুলদেনিয়ার বলে সুইপ করতে গিয়ে বলটি স্ট্যাম্পে আঘাত হানে। তবে তার সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে ২৯ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

Check Also

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে …

Leave a Reply

Your email address will not be published.