বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশকে নিয়ে মশকরা করছে শান্ত-সাকিবরা

২০২৩ বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশকে কিছুতেই ছাড়ছে না। শুরুতে বাংলাদেশের টপাটপ উইকেট হারানো হয়ে গেছে নিয়মিত চিত্র। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম-বাংলাদেশের এই দুই ব্যাটার ধারাবাহিক পারফর্ম করতেই যেন ভুলে গেছেন।

এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো খেলছেন তামিম ও শান্ত। যেখানে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শুরুর ম্যাচে ৮৩ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শান্ত। তবে সব মিলিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০০ রানও করতে পারেননি বাংলাদেশের এই ব্যাটার। উপরন্তু টুর্নামেন্টে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-এই দুই দলের বিপক্ষে মেরেছেন গোল্ডেন ডাক। কলকাতার ইডেন গার্ডেনসে আজ পাকিস্তানের বিপক্ষে নিজের মোকাবেলা করা দ্বিতীয় বলে শর্ট থার্ড ম্যান দিয়ে লেট কাটে চার মেরেছেন শান্ত। এর পরেই তিনি আউট হয়ে গেছেন। তৃতীয় ওভারের চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদিকে ফ্লিক করেছেন শান্ত। ফরোয়ার্ড স্কয়ার লেগে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন উসামা মীর। ৩ বলে ৪ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।

শান্তর আগে তানজিদ তামিমেরও উইকেট তুলে নিয়েছেন শাহিন। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসের পঞ্চম বলেই তানজিদকে এলবিডব্লু করেন শাহিন। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। এবারের বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪.২৯ গড় ও ৮৮.৭৯ স্ট্রাইক রেটে করেছেন ১০০ রান। যার মধ্যে ভারতের বিপক্ষেই করেছেন ৫১ রান।

তামিম, শান্ত দ্রুত আউট হলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২.৪ ওভারে ২ উইকেটে ৬ রান। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। ওপেনার লিটন দাস ও মুশফিক বেশ সাবলীলভাবেই এগোতে থাকেন। তবে তৃতীয় উইকেটে তাঁদের এই জুটি ছিল ২০ বলে ১৭ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে হারিস রউফের লাফিয়ে ওঠা বলে কিছু বুঝে উঠতে পারেননি মুশফিক। মুশফিকের ব্যাটে খোঁচা লেগে পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান সহজ ক্যাচ ধরেছেন। ৮ বলে ৫ রান করেছেন মুশফিক। এরপরই পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদকে নিয়ে ভালোভাবেই এগোতে থাকেন লিটন। প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৩৭ রান করেছে বাংলাদেশ। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে সাকিবের দলের স্কোর ৩ উইকেটে ৪৮ রান। মাহমুদউল্লাহ ১৩ রানে আর ২৫ রানে অপরাজিত আছেন লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *