Home / খেলার খবর / আইপিএল ছাড়ছেন উইলিয়ামসন

আইপিএল ছাড়ছেন উইলিয়ামসন

মঙ্গলবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয়ে দল প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। এমন সময়ে দলকে ছেড়ে যাচ্ছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটারের স্ত্রী দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায়। এই সময়টায় স্ত্রীর পাশে থাকতেই আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি এক পোস্টের মাধ্যমে শুভকামনা জানিয়েছে উইলিয়ামসনকে। তারা লিখেছে, ‘রাইজার ক্যাম্পের সবাই কেন উইলিয়ামসন এবং তার স্ত্রীর জন্য শুভকামনা জানাচ্ছে। তাদের অবারিত আনন্দ দিয়ে যেন নিরাপদে নতুন অতিথির আগমন হয়।’

উইলিয়ামসনের অনুপস্থিতে হায়দরাবাদের নেতৃত্বভার বর্তাতে পারে ভুবনেশ্বর কুমারের ওপর। এর আগেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজির ভাবনায় আছে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক নিকোলাস পুরানের নামও।

উইলিয়ামসন এবারের আইপিএলে খুব একটা ভালো ফর্মে ছিলেন না। কমপক্ষে ১০০ রান করা ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইকরেট ছিল সবচেয়ে কম (৯৩.৫০)।

কিউই অধিনায়ক দল ছাড়ার পর সানরাইজার্সের হয়ে অভিষেক হতে পারে তারই স্বদেশি গ্লেন ফিলিপসের। কিউই এই অলরাউন্ডার টপ অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে অফস্পিন বোলিংও করতে পারেন।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.