KOLKATA, INDIA - OCTOBER 28: Shakib Al Hasan of Bangladesh during the ICC Men's Cricket World Cup India 2023 Group Stage Match between Netherlands and Bangladesh at Eden Gardens on October 28, 2023 in Kolkata, India. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

হারের পর সমর্থকদের উদ্দ্যেশে যা বললেন সাকিব

ডাচদের কাছে অসহায় আত্মসমর্পণের পর বাংলাদেশের অধিনায়ক সাকিবল হাসানের কাছে উপস্থাপিকা জানতে চাইলেন, ‘সমর্থকদের উদ্দেশে তিনি কী বলতে চান?’ টাইগার অধিনায়ক সেই প্রশ্নের জবাবে উত্থানপতনে সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ দিলেন সাকিব।

বাংলাদেশের অধিনায়ক বলেছেন, তার প্রত্যাশা জয় কিংবা পরাজয়ে সমর্থকরা সব সময় তাদের পাশে থাকবে।

আত্মবিশ্বাসহীনতায় ভুগতে থাকা টাইগাররা সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের কাছেও হেরেছে ৮৭ রানের বড় ব্যবধানে।
কোনো টাইগার ব্যাটারই ডাচদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি। ২৩০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে সাকিব আল হাসানের দল গুটিয়ে যায় ১ রানে।

শেষ দিকে খানিকটা লড়াইয়ের চেষ্টা করলেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও থেমেছেন ৪১ বলে ২০ রান করে। শেখ মেহেদীও ৩৮ বলে ১৭ রান করে ফিরেছেন।

৬৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ২৩০ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদেশ।

১৪ বলে ৫ রান করে ফেরেন সাকিব। আর মিরাজ ফিরেছেন ৪০ বলে ৩৫ রান করে। ফলে ডাচ বোলারদের কাছে টিম টাইগার্সরা শুরু থেকেই কোণঠাসা করে রেখেছে। আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও ৫ বলে ১ রান করে আউট হন।

১২ বলে তিন রানে ফিরেছিলেন লিটন কুমার দাস। এরপর ১৬ বলে ১৫ রান করে ফিরেছিলেন তানজিদ হাসান তামিম। এরপর শান্ত ফেরেন ১৮ বলে ৯ রান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *