Home / সর্বশেষ / দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ ক্রিকেটার

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ ক্রিকেটার

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ ক্রিকেটার অবিশ্বাস্য ফর্মে আছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগের সদ্য সমাপ্ত

আসরে দেখিয়েছেন উড়ন্ত পারফরম্যান্স। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে স্বপ্নের মত এক টুর্নামেন্ট কাটিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার।

রান করতে করতে ডিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসেই অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। সেই বিজয়কে জাতীয়

দলে দেখতে চাইছেন অনেকেই। তাদের অপেক্ষার প্রহর ফুরাতে পারে আর কিছু দিনের মধ্যেই। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করা হবে।

ক্যারিবীয় সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকছে বিজয়ের নাম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘বিজয় ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে থাকবে আশা করি। এটা যদিও নির্বাচকদের ব্যাপার।তারপরও আমার মনে হয় তারা বিজয়কে বিবেচনা করছেন।

নিশ্চিতভাবেই বিজয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকছে।’ এদিকে চোটে পড়া তাসকিন আহমেদ অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও।

এমনকি সীমিত ওভারের সিরিজে খেলা নিয়েও খানিক শঙ্কা আছে। তাসকিন খেলতে না পারলে তার জায়গায় দেখা যেতে পারে নতুন ও তরুণ কাউকে,

জানালেন ক্রিকেট অপারেশন্সের প্রধান কর্তা, ‘কয়েকজন ফাস্ট বোলার আছে। একটু আগে কোচ, নির্বাচকরা মিলে মিটিংয়ে বসেছিলাম। তাসকিন না থাকলে কারা থাকতে পারে তাদের নিয়া আলাপ-আলোচনা হয়েছে। নির্বাচকরা সময়মত ওয়েস্ট ইন্ডিজ সফরের দল দিয়ে দেবেন

Check Also

যে কৃষক ভালো, তার ফসলও ভালো: মাহিয়া মাহি

আজ চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে মুহা. জিয়াউর …

Leave a Reply

Your email address will not be published.