বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে ছেলেখেলা করল আফগানরা

বাংলায় একটা প্রবাদ আছে-দিল্লি বহু দূর। কোনো কিছু কেউ যদি একেবারে সহজভাবে নেয়, তাহলে সাধারণত এই বাক্যটা ব্যবহার করা হয়। এটা নিশ্চিতভাবেই ইংল্যান্ডের কেউ কখনো শুনেনি। তাদের জানার কিংবা বুঝারও কথা নয়।

তবে আফগানিস্তানের বিপক্ষে জস বাটলারদের হারকে এই লাইন দিয়ে ব্যখা করাই যায়! বিশ্বকাপের সেমি ফাইনালে খেলার সমীকরণে আফগানিস্তানের বিপক্ষে জয়ই অপ্রত্যাশিত ছিল ইংল্যান্ডের। খাতায়-কলমে না হোক, ব্যাটে-বলে আজ রশিদ খানরা ইংলিশদের বুঝিয়ে দিয়েছে দিল্লি বহু দূর!

রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলী স্টেডিমায়ে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৮৪ রান তুলে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ইংল্যান্ডের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার আদিল রশিদ। জবাবে খেলতে নেমে ৪০ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান তুলে ইংল্যান্ড। ৬৯ রানের হারে বড় ধাক্কা খেল ইংলিশরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *