Home / খেলার খবর / শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাঁচ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাঁচ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল

আগামীকাল রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের আগে দারুন একটি মাইলফলক এর সামনে দাঁড়িয়ে ধরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল।

দেশের ক্রিকেটে প্রথম এবং দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম এবং মুশফিক। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিমের। ৮০ ম্যাচে তিনি এই ফরম্যাটে ৪ হাজার ৯৩২ রান করে প্রথমে রয়েছেন।

আর মাত্র ৬৮ রান করলে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। মুশফিকুর রহিমের পাশেই রয়েছে তামিম ইকবাল। ৬৫ ম্যাচ তামিম ইকবালের রান ৪ হাজার ৮৪৮। পাঁচ হাজার রান করতে তামিমের প্রয়োজন ১৫২ রান।

পাঁচ হাজারীর দৌড়ে তিন নম্বরে থাকা সাকিবের সংগ্রহ ৫৯ ম্যাচে ৪ হাজার ২৯ রান। পাঁচ নম্বরে থাকা মুমিনুল হকের রান ৫১ ম্যাচে ৩ হাজার ৫১৪। তবে প্রতিযোগিতা হবে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের মধ্যে।

Check Also

দ্বিতীয় ইনিংসের শুরুটাও তেমন ভালো হয়নি বাংলাদেশ দলের

অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের শুরুটাও তেমন ভালো হয়নি বাংলাদেশ দলের। তবে প্রথম …

Leave a Reply

Your email address will not be published.