অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে স্থানীয় বেসামরিক বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে চলে যাওয়ার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী যে ছয় ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছিল তার সময় শেষ হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় ইসরায়েলি বাহিনীর এই আল্টিমেটামের সময়সীমা শেষ হয়েছে। আল্টিমেটামের সময় ফুরিয়ে যাওয়ায় এখন পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তবে এই পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভ আপডেটে বলা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের গাজা শহর থেকে উপত্যকার দক্ষিণ অংশে চলে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর বেধে দেওয়া ছয় ঘণ্টার আল্টিমেটাম শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় শেষ হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বাসিন্দাদের গাজার দক্ষিণ উপত্যকার দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে। তবে সর্বাত্মক অবরোধ আরোপের কারণে পুরো উপত্যকা বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় এই বার্তা বাসিন্দাদের কাছে ব্যাপকভাবে পৌঁছেছে কি না তা স্পষ্ট নয়।
উত্তর গাজায় বসবাসকারী ১১ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার কথা বলার একদিন পর ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে এই নির্দেশ এসেছে। আইডিএফ গত ৭ অক্টোবর গাজার ক্ষমতাসীন সশস্ত্রগোষ্ঠী হামাসের ভয়াবহ হামলা আর অনুপ্রবেশের প্রতিশোধে উপত্যকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে। চলমান হামলার মাঝেই গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর উদ্দেশ্যে সীমান্তে লাখ লাখ সৈন্য ও সামরিক সরঞ্জাম জড়ো করেছে ইসরায়েল।
শনিবার সকালের দিকে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেন, গাজায় ইসরায়েলের আকাশ, স্থল ও সমুদ্রপথের অবরোধ সপ্তম দিনেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমরা পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ তবে গাজায় স্থল অভিযান কখন শুরু হতে পারে সে সম্পর্কে কোনও তথ্য জানাননি তিনি।