দীর্ঘ সময় সেরা চারে থেকেও রাউন্ড রবিন লিগের শেষদিকে এসে বাদ পড়ার ঝুঁকিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শুক্রবার রাতে তাদের ৫৪ রানে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে পাঞ্জাব কিংস।




১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে এসেছে পাঞ্জাব কিংস। ব্যাঙ্গালুরু ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চারে থাকলেও বাদ পড়ার শঙ্কা রয়েছে। কেননা তাদের রানরেট -০.৩২৩। হাতে মাত্র একটি ম্যাচ।




মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুর লক্ষ্য ছিল পাহাড় সমান, ২১০ রানের। ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে ১৫৫ রানেই থেমেছে ফ্যাফ ডু প্লেসির দল। এক গ্লেন ম্যাক্সওয়েল (২২ বলে ৩৫) ছাড়া কেউ বলার মত কিছু করতে পারেননি। কোহলি ১৪ বলে ২০ আর রজত পাতিদার ২১ বলে করেন ২৬ রান।




কাগিসো রাবাদা ২১ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার ঋষি ধাওয়ান আর রাহুল চাহারের।এর আগে জনি বেয়ারস্টো আর লিয়াম লিভিংস্টোনের দানবীয় ব্যাটিংয়ে ৯ উইকেটে ২০৯ রানের বিশাল সংগ্রহ পায় পাঞ্জাব কিংস।




টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দেন জনি বেয়ারস্টো। শিখর ধাওয়ানকে নিয়ে প্রথম ৫ ওভারেই ৬০ রান তুলে ফেলেন মারকুটে এই ব্যাটার।




স্লগ সুইপ করতে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ধাওয়ান (১৫ বলে ২১) বোল্ড হলে ভাঙে এই জুটি। তবে বেয়ারস্টোর তাণ্ডব থামেনি তাতে। মোহাম্মদ সিরাজকে ছক্কা মেরে ২১ বলেই ফিফটি পূরণ করে ফেলেন ইংলিশ এই ব্যাটার।




এর মধ্যে ভানুকা রাজাপাকসে স্বদেশি হাসারাঙ্গা ডি সিলভার শিকার হন ১ রান করেই। দশম ওভারে থামে বেয়ারস্টোর ঝড়ও। ২৯ বলে ৪ বাউন্ডারি আর ৭ ছক্কায় ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলা এই ওপেনারকে ফেরান শাহবাজ আহমেদ।




অধিনায়ক মায়াঙ্ক আগারওয়েল ১৬ বলে ১৯ রানের বেশি যেতে পারেননি। তবে লিয়াম লিভিংস্টোন দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার কাজটি করেছেন চোখ ধাঁধানো ব্যাটিংয়ে।




৩৫ বলে ফিফটি তুলে নেওয়া এই ব্যাটার চার-ছক্কায় মাঠ গরম রাখেন শেষ ওভার পর্যন্ত। ইনিংসের ৪ বল বাকি থাকতে অবশেষে তাকে ফেরান হর্ষল প্যাটেল। ৪২ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৭০ রান আসে লিভিংস্টোনের ব্যাট থেকে।




রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হর্ষল প্যাটেলই। ৩৪ রানে ৪টি উইকেট শিকার করেন এই পেসার।