অবশেষে দারুন সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। করোনায় আক্রান্ত হওয়ার চার দিনের মাথায় নেগেটিভ হলেন সাকিব আল হাসান। খেলতে পারবেন শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। করোনামুক্ত হওয়ার পরপরই দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার।




এই খবর নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাড়তি সতর্কতায় সাকিবের তিনবার পরীক্ষা করানো হয়েছিল। তিনটি পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের ফ্লাইটে সাকিব চট্টগ্রামে পৌঁছবেন।




এরপর মেডিকেল বিভাগ ফিট বলে ছাড়পত্র দিলেই অনুশীলন শুরু করতে পারবেন। বাংলাদেশের প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, “সাকিব করোনা নেগেটিভ হয়েছে। দলের সঙ্গে সে যোগ দিচ্ছে।” চট্টগ্রামে আগামী রবিবার প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলংকা