আফগানিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করছে বাংলাদেশের স্পিনাররা। প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন নাসুম আহমেদ ও সাকিব আল হাসান। তবে বাংলাদেশ




দলে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ স্পিনারদের এই সাফল্যের কৃতিতত্ব নিজে নিচ্ছেন না। তিনি স্থানীয় কোচদেরই দিলেন এই কৃতিত্ব। শুক্রবার (০৪ মার্চ) আফগানিস্তানের




বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। হেরাথ বলেন, ‘আমি যা বলতে পারি তা হলো আমার অভিজ্ঞতা ও জ্ঞান আমি তাদের সাথে শেয়ার করি।




একই সাথে কৃতিত্ব দিতে হবে স্থানীয় যেসব কোচ আছেন তাদের, যাদের সাথে ক্রিকেটাররা কাজ করেন। এসব কোচরাই ফাউন্ডেশনের অনেক কাজ করে থাকেন। অবশ্যই তারা অনেক বড় ভূমিকা রেখেছে।‘




এসময় হেরাথ জানান ভালো করার ইচ্ছা থাকলে যে কোনো কন্ডিশনেই ভালো করা যায়। হেরাথ বলেন, ‘আপনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড যেখানেই খেলুন না কেন, মাইন্ডসেট গুরুত্বপূর্ণ।




দেশের হয়ে খেলার সময় দায়িত্ব আছে, নির্দিষ্ট ভূমিকা আছে, এটা বোঝা খুব জরুরী। শ্রীলঙ্কান হিসেবে আমি দেশের হয়ে অনেক বছর খেলেছি। আমি বিশ্বাস করি, যখন আপনি সুযোগ পাচ্ছেন, তখন দেশকে কিছু দিতেই হবে। ছেলেরা ভালো করছে, তাদের মানসিক অবস্থা ভালো।’