দুবাইয়ে অনুষ্ঠিত ফেয়ারব্রেক টি-টোয়েন্টি টুর্ণামেন্টে বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহাম্মেদ। রুমানার আগুনে বোলিংয়ে স্যাফায়ার্স উইমেনের বিপক্ষে ৬ রানের রোমাঞ্চকর জয় পায় বার্মি আর্মি।




বার্মি আর্মি উইমেনের জার্সিতে খেলছেন বাংলাদেশি ক্রিকেটার রুমানা আহমেদ। প্রথম ম্যাচে বল করে একটি উইকেট নিলেও এরপর সাফল্য পাচ্ছিলেন না এই টাইগ্রেস অলরাউন্ডার। এবার বল হাতে তিন উইকেট নিয়েছেন তিনি।




মঙ্গলবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করে বার্মি আর্মি। জবাবে ৭ উইকেটে ১৪৮ রানে থেমে যায় স্যাফায়ার্স। চার ওভারে এক মেইডেনসহ ২২ রান খরচায় ৩ উইকেট নেন রুমানা।




বার্মি আর্মির দেয়া ১৪৯ রানের জবাবে ভালো শুরু করে স্যাফায়ার্স। ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান তোলে দলটি। জয়ের জন্য শেষ ১০ ওভারে দরকার ছিল ৭০ রান। তখনই বল হাতে জ্বলে ওঠেন রুমানা




পরপর দুই ওভারে তিনি ফিরিয়ে দেন গ্রেস হ্যারিস (২০ বলে ৩১), ব্যাবেট ডি লিড (১৫) ও ট্যাশ ফারান্টকে (৪)। মাত্র ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্যাফায়ার্স। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে স্যাফায়ার্সের ইনিংস। ৬ রানের জয় পায় বার্মি আর্মি।