দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক

গাজায় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে ইসরাইলি বিমানবাহিনীর তীব্র হামলার মধ্যেই ইসরাইলের ভেতরে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

গাজায় ইসরাইলের হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অব্যাহত বিমান হামলায় গাজা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিমান হামলায় বিধ্বস্ত ভবনের কারণে বন্ধ হয়ে আছে গাজার প্রধান সড়ক।

হামাসের আকস্মিক রকেট নিক্ষেপের ঘটনায় এরই মধ্যে ৬০০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছে। আর জেরুজালেম পোস্ট জানিয়েছে, কমপক্ষে ৭৫০ ইসরাইলি এখনো নিখোঁজ রয়েছেন।

ইসরাইলের সেনাবাহিনী ৪৪ সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। আর পুলিশও ৩০ কর্মকর্তা নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে।

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইসরাইলি গণমাধ্যমগুলো আজ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের পালানোর জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে ভীড় জমানোর ভিডিও প্রচার করেছে।

নিউজ সূত্রগুলো জানায়, বহু বিমান কোম্পানি বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে তাদের ফ্লাইট বাতিল করেছে।

সিএনএন জানিয়েছে, ওই তালিকায় আমেরিকার বিমান কোম্পানিগুলোও রয়েছে।

এএফপি আরও জানিয়েছে, জার্মান বিমান কোম্পানি লুফথানসা, ইউএই’র এমিরেতস, গ্রিক বিমান কোম্পানি এজিন এয়ার লাইনসও তেলআবিবে তাদের ফ্লাইট বাতিল করেছে। এই তালিকায় ফরাসি, পোলিশ, স্প্যানিশ এবং ইতালীয় কোম্পানিও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *