আবারও জয়ের ধারায় ফিরেছে দিল্লী ক্যাপিটালস। নিজেদের ১২তম ম্যাচে সাঞ্জু স্যামসনের দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে বড় জয়ে পয়েন্ট প্লে অফের




দৌড়ে একধাপ এগিয়ে গেল মুস্তাফিজুর রহমানের দল। আইপিএলের ৫৮তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লী ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। এদিন প্রথম ইনিংসে




ব্যাটিং করতে নামা রাজস্থানের দুই ওপেনার জিসওয়াল ও জস বাটলার বড় স্কোর গড়তে ব্যর্থ হলে রবিচন্দ্রন অশ্বিন ও দেবদূত পাডিকল মিলে ঝড় তোলেন ক্রিজে।




অশ্বিনের ৩৮ বলে ৫০ রানের সাথে ৩০ বলে ৪৮ রানের ইনিংস খেলেন পাডিকল। এই দুই ব্যাটারের বড় স্কোরের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে রাজস্থান।




১৬১ রানের লক্ষ্যে খেলতে নামা দিল্লী ইনিংসের দ্বিতীয় বলেই হারায় ওপেনার শ্রিকর ভারতকে। তিন নম্বরে নামা মিচেল মার্শ ও ওপেনার ডেভিড ওয়ার্নার মিলে দলকে এগিয়ে নিয়ে যান জয়ের দিকে।




১৪৪ রানের জুটি গড়ে মার্শ সাজঘরে ফিরেন ৬২ বল মোকাবেলায় ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৮৯ রানের ইনিংস খেলে। শেষ পর্যন্ত ওয়ার্নারের ৪১ বলে অপরাজিত ৫২ ও




রিশাব পান্তের ৪ বলে ১৩ রানের ইনিংসে ভর করে ১১ বল হাতে থাকতেই ৮ উইকেটের বড় জয় পায় দিল্লী। এদিকে এমন জয়ের পর দিল্লী অধিনায়ক রিশাব পান্ত বলেন,




‘’এটা সত্যিই খুবই নিখুঁত ম্যাচ ছিল। সর্বদা বিশ্বাস করতে হবে যে উন্নতির জায়গা আছে। যখন আপনি জানতে পারেন এই ধরণের পিচে বল কিছুটা টার্ন করছে তখন ব্যাটিং কিংবা




বোলিং দুইদিকেই সুযোগ কাজে লাগাতে হবে। টসের সময় বলেছিলাম যে ১৪-১৬০ এর মধ্যে হলে আমাদের জন্য ভালো হবে, আমরা ১৬০ পেয়েছি। ভাগ্য সবসময় আপনার হাতেই থাকে,




তাই নিজের শতভাগ দিয়ে চেষ্টা করতে পারেন। ফিল্ডিংয়ে আমাদের আরও ভালো করতে হবে। পৃথ্বীর টাইফয়েড বা এই জাতীয় কিছু হয়েছে বলে ডাক্তার জানিয়েছে।”