মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সোমবার বিকালে। এর পরপরই শুরু হয় লঙ্কাকাণ্ড। মন্ত্রী-এমপিদের ধরে ধরে পেটাচ্ছেন লংকানরা। মন্ত্রী, সংসদ সদস্যদের বাড়ি, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে জনতা।




সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবারও এ দৃশ্য চোখে পড়েছে শ্রীলংকার আনাচে-কানাচে। মাহিন্দা সমর্থকদের সঙ্গে রীতিমতো গৃহযুদ্ধে চলছে সরকার বিরোধী বিক্ষোভকারীদের। এ ঘটনায় একজন সংসদ সদস্যের মৃত্যুও ঘটেছে।




পরিস্থিতি সামাল দিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশব্যাপী আরোপ করা হয়েছে কারফিউ। নিজ দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে মুখ খুললেন দেশটির ক্রিকেটর কিংবদন্তি দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।




এ বিষয়ে এক টুইটে সাঙ্গাকারা লিখেছেন, ‘প্রতিবাদকারী জনতা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের মৌলিক অধিকারের দাবি তুলেছেন। কিন্তু তাদের ওপর সরকার সমর্থক গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে। এটা সরকারের মদদে পরিকল্পিত সহিংসতা।’




দেশের এমন পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করেছেন তারা। এ সহিংসতা রাজাপাকসের দলের পরিকল্পিত বলে মন্তব্য সাঙ্গাকারার।




সাঙ্গাকারার সঙ্গে সুর মিলিয়েছেন জয়াবর্ধনেও। সহিংসতার একটি ভিডিও ফুটেজ টুইটারে পোস্ট করেছেন জয়া। সেখানে দেখা যাচ্ছে, প্রতিবাদকারী একজন নারীকে কয়েকজন শারীরিকভাবে লাঞ্ছিত করছে। তিনি লিখেছেন, ‘একজন পুলিশ কর্মকর্তার সামনে এভাবেই সরকারি গুন্ডা বাহিনী একজন নারীকে নির্দয়ভাবে পেটাচ্ছে। লজ্জার ব্যাপার। সরকারি রাজনৈতিক দল ও সরকার সহিংসতাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।’




সাবেক দুই তারকার প্রতিবাদ দেখে মুখ বন্ধ রাখতে পারেননি শ্রীলংকা দলটির বর্তমান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। নিজ দেশের এমপি মন্ত্রীদের ভর্ৎসনা করেছেন তিনি।




হাসারাঙ্গা টুইট করে নিজ দেশের রাজনীতিকদের ব্যাপারে লিখেছেন, ‘আমি খুবই হতাশ, আমি ভাবতেও পারছি না, আমাদের দেশের নেতৃত্বে এমন লোকজন বসে আছে।’




প্রসঙ্গত, দুটি টেস্ট খেলতে শ্রীলংকা ক্রিকেট দল এখন বাংলাদেশ সফরে আছেন। বাংলাদেশে এসে সোমবার প্রথম দিনের অনুশীলনে গিয়েই লংকান ক্রিকেটাররা খবর পান গণআন্দোলনের মুখে তাদের দেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন।




চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকা এখন আন্তর্জাতিকভাবে প্রতিদিনই নেতিবাচক খবরে আলোচনায়। এমন পরিস্থিতিতে দেশবাসীকে ইতিবাচক কিছু দিতে চায় তাদের ক্রিকেট দল।