অবশেষে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। করোনা ভাইরাসের কারণে বিগত দুই বছর ঠিকঠাক হচ্ছিল না এইচপি দলের ক্যাম্প। তবে এবার চারটি ভেন্যুতে অনুশীলন করবে এইচপি দলের ক্রিকেটাররা।




এবারের ক্যাম্পে সুযোগ পাচ্ছেন ২৭ জন তরুণ ক্রিকেটার। কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও ঢাকায় হবে অনুশীলন। আগামী ১৪ মে মিরপুরে খেলোয়াড়দের রিপোর্টিং। এরপর ১৫ মে থেকে শুরু হবে কক্সবাজারে অনুশীলন পর্ব, চলবে ১ জুন অবধি। সেখানে হবে ফিটনেস ও বোলিং ক্যাম্প।




তারপর ক্যাম্প হবে সিলেটে। ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত হবে স্কিল অনুশীলন। ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর স্কিল ক্যাম্প এবং অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়।




এইচপি স্কোয়াড
ব্যাটার: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আইচ মোল্লা।




স্পিনার: রকিবুল হাসান, হাসান মুরাদ, মোহাম্মদ রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।




উইকেটরক্ষক: আকবর আলি।




পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হোমাম্মদ এনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান।