স্পর্শকাতর জায়গায় গার্ড না পরে ব্যাটিংয়ে নেমে হাসিরপাত্র মুজিব

সাধারণত ক্রিজে ব্যাটিং করা দুই ব্যাটার থাকা অবস্থাতেই দলের আরেকজনকে ডাগআউটে গোপনাঙ্গে গার্ড পরে প্রস্তুত থাকতে হয়। কেননা, যেকোনো সময়েই আউট হতে পারেন মাঠে থাকা ব্যাটার। আর তৎক্ষণাৎ ডাগআউটে থাকা ব্যাটারকে মাঠে নামতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ব্যাটার মাঠে না নামলে তাকেও আউট ঘোষণা করতে পারেন আম্পায়াররা।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে গার্ড না পরেই মাঠে নামেন আফগানিস্তানের মুজিব-উর-রহমান। মূলত আফগানরা দ্রুতই উইকেট হারানোর কারণেই নাকি তৈরি হওয়ার সময় পাননি মুজিব, এমনটাই ধারণা ক্রিকেট সমর্থকদের।

আইসিসির এক ভিডিওতে দেখা যায়, মুজিবের এমন কাণ্ডে হাসির রোল পড়ে যায় মাঠে ও মাঠের বাইরে। ক্রিকেটপ্রেমীরা ফেটে পড়েন অট্টহাসিতে। এমনকি না হেসে থাকতে পারেননি ধারাভাষ্যকাররাও।

ঘটনাটা মূলত আফগানদের ইনিংসের ৩৪ দশমিক ২ ওভারে। সে সময়ে মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রশিদ। দলীয় ১৫০ রানের মাথায় ক্রিজে আছেন মুজিব। আর চটজলদি মাঠে আসার পর মুজিব বুঝতে পারেন বড় ভুল করেছেন তিনি।

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গে গার্ড নেওয়া হয়নি তার। আর ওই অঙ্গে বল লাগলেই বড় বিপদ হওয়ার শঙ্কা থাকে। অ্যাবডোমেন গার্ড ক্রিকেটের পরিভাষায় যাকে ‘বক্স’ বলা হয়। সেটা ছাড়াই মাঠে নেমেছেন আফগান এই ক্রিকেটার।

আর ‘বক্স’ ছাড়া ব্যাট করা অসম্ভব। এতে অস্বস্তিতে পড়েন মুজিব। বিষয়টি তখনই বুঝতে পারেন লাল-সবুজের প্রতিনিধিরা। বিষয়টি উপলব্ধি করতে পেরে শেষমেশ হেসেও ফেলেন তারা। এ নিয়ে ওপেনার লিটনও মশকরা করেন।

পরে ডাগআউটে থেকে হাতে করে গার্ডটি নিয়ে দৌড়ে মাঠে আসেন মুজিবের এক সতীর্থ। যথাসম্ভব লুকিয়েই মাঠে সেটি নিয়ে যাওয়ার চেষ্টা চালান তিনি। কিন্তু তা-ও ধরা পড়ে যায় ক্যামেরায়। সেই সময়ই বিষয়টি নিয়ে মজা করে ধারাভাষ্যকাররা বলেন, লুকানোর চেষ্টা করা বৃথা। আমরা সবাই দেখে ফেলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *