মুস্তাফিজুর রহমানের টেস্ট খেলা-না খেলা নিয়ে দেশের ক্রিকেটে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তারকা এই পেসার অনেক দিন ধরে টেস্টে নেই। নিজেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,




লঙ্গার ভার্শনে খেলার কোনো ইচ্ছা নেই তার। বিশেষ করে সম্প্রতি টেস্টের পেস ইউনিটে ইঞ্জুরি হানা দেওয়ায় নতুন করে অনুভব হচ্ছে মুস্তাফিজের প্রয়োজনীয়তা।




মুস্তাফিজের মত ক্রিকেটারের বেছে বেছে খেলার সুযোগ নেই, সম্প্রতি এমন মন্তব্য করে আবার আগুনে ঘি ঢেলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।




অবশেষে এ ইস্যুতে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার বিশ্বাস- দেশের প্রয়োজনে ডাকলে যেকোনো ক্রিকেটারকেই পাবে বিসিবি।




তিনি বলেন, ‘আপনারা এসব ওদের জিজ্ঞেস করারই দরকার নেই। কোনো খেলোয়াড় যেমন বেছে বেছে খেলতে চায় বা কোনো ফরম্যাটে খেলতে চায় আবার কোনো ফরম্যাটে খেলতে চায় না,




তেমনি আমরাও ইচ্ছা করলে কাউকে খেলাতে পারি আবার না-ও খেলাতে পারি। সবাইকে খেলাতে হবে এমন কোনো কথা নেই।’‘তবে আমার মনে হয়,




এখন যারা খেলছে তাদের মধ্যে এমন কোনো খেলোয়াড় নেই যাকে দেশের প্রয়োজনে বললে খেলবে না। এটা আমি মনে করি। তারপরও কেউ ব্যতিক্রম হলে আমার ধারণা ভুল।’– বলেন তিনি।