Home / খেলার খবর / দেশের স্বার্থে প্রয়োজন হলে মুস্তাফিজ অবশ্যই টেস্ট ক্রিকেট খেলবে। তবে এখন তাকে আমাদের প্রয়োজন হচ্ছে না : নাজমুল হাসান পাপন

দেশের স্বার্থে প্রয়োজন হলে মুস্তাফিজ অবশ্যই টেস্ট ক্রিকেট খেলবে। তবে এখন তাকে আমাদের প্রয়োজন হচ্ছে না : নাজমুল হাসান পাপন

মুস্তাফিজুর রহমানের টেস্ট না খেলা নিয়ে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে নানা আলোচনা এবং সমালোচনা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, মোস্তাফিজ টেস্টের পরিকল্পনায় নেই। এ কারণে তাকে টেস্ট দলে রাখা হয় না এবং তার এ কারণে টেস্ট খেলা হয় না।

তবে বিসিবি সভাপতি একই সঙ্গে এটাও জানিয়েছেন, প্রয়োজন হলে অবশ্যই টেস্ট খেলবে মোস্তাফিজ, এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে মোস্তাফিজুর রহমানের টেস্ট খেলা নিয়ে তিনি বলেন,

“এখানে ইস্যুটা হচ্ছে খুব স্বাভাবিক। আমি জানি না কেন বার বার এ কথা আসছে? এখানে কোনো কনফিউশন রাখার কোনো কারণই নেই। যখন আমরা কাউকে কোনো অপশন দেইনি, কে কোন ফরম্যাট খেলবে, তখনো কেউ কিন্তু মোস্তাফিজকে টেস্ট দলে নেয়নি। কেন নেয়নি আমি জানি না। মোস্তাফিজকে তারা টেস্টে সিলেক্ট করেনি, তারা ওডিআই ও টি-২০ খেলাতো।’

‘কিন্তু একটা সময় আসে যখন নাকি আমরা টেস্টের জন্য কিছু আলাদা খেলোয়াড় তৈরি করি। যেমন মুমিনুল, সাদমান, শান্ত, সাইফ, রাহী, এবাদত, খালেদ এদেরকে আমরা টেস্টের জন্য তৈরি করি। এদের সুযোগ দিতে হবে, সেজন্য ওকে নেওয়া হয়নি। ও আমাদের টেস্টে নাই।’

‘তারপর যখন একটা অপশন সবাইকে দেওয়া হলো কে কোন ফরম্যাট খেলতে চায়, চাইলেই হবে এমন না। অনেকেই অনেক ফরম্যাট খেলতে চাইছে, কোন প্লেয়ার আছে যে বলবে আমি তিনটা খেলতে চাই না। তরুণ সবাই চায়। তাই বলে আমরা সবাইকে কি সব ফরম্যাট রাখব নাকি?

জিনিসটা স্বাভাবিক, আপনারা কেন এতো চিন্তা করেন আমি বুঝি না। ও ন্যাচারালি (কেন্দ্রীয় চুক্তিতে পছন্দ) দিয়েছে, ওকে এমনেও তো টেস্টে নেয় না। ও ওডিআই, টি-২০ দিয়েছে (কেন্দ্রীয় চুক্তি), তাতে করে বুঝা যাচ্ছে আসলে টেস্টের প্রতি ওরও আগ্রহ ওরকম নাই। এটা বাস্তবতা। এটা আমরা জানি।’

‘কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এমন অবস্থা হয়, আমাদের কাছে এখন কোনো ফাস্ট বোলার নাই এবং আমাদের একটা ফাস্ট বোলার দরকার তখন দেশের স্বার্থে খেলবে কি না? অবশ্যই খেলবে। এখানে তো কোনো আলাপ আলোচনারই বিষয় নাই”।

” এমন তো না কোনো ইচ্ছা বা অপশন। ও তো আইপিএলে যাওয়ার আগেও বলে গেল, আইপিএলের চেয়ে আমার দেশের জন্য খেলা ইম্পর্ট্যান্ট। আপনাদেরই বলেছে, আমাকে যদি শ্রীলঙ্কা সিরিজে রাখা হয়, আমি আইপিএল খেলব না। এটা ক্লিয়ার কাট, সো এখানে কোনো কনফিউশন কিসের?”

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.