Home / খেলার খবর / ৬,৬,৬,w,৬,৬; এক ওভারে ৫টি ছক্কা দিলেন কলকাতার বোলার

৬,৬,৬,w,৬,৬; এক ওভারে ৫টি ছক্কা দিলেন কলকাতার বোলার

টি-২০ ক্রিকেটে ডেথ ওভারে যে রকম উত্তেজক ব্যাট-বলের লড়াই দেখার অপেক্ষা করেন ক্রিকেটপ্রেমীরা, ঠিক তেমনই পয়সা উসুল মনোরঞ্জন দেখা গেল পুণেতে।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস বিশেষ একটি ওভারে এমন চমক দেখায়, যা নাইট সমর্থকদের ছাড়া আপ্লুত করবে সকলকেই।

আসলে ইনিংসের ১৯তম ওভারে শিবম মাভির ৬টি বল ছিল নাটকীয়তায় ভরা। ওভারের প্রথম তিন বলে পরপর তিনটি ছক্কা হাঁকান মার্কাস স্টইনিস।

চতুর্থ বলে আউট হন তিনি। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৮ রান করে আইয়ারের হাতে ধরা পড়েন মার্কাস। লখনউ ১৬০ রানে ৫ উইকেট হারায়।

ব্যাট হাতে ক্রিজে আসেন জেসন হোল্ডার। তিনি মাঠে নেমেই মাভির ওভারের শেষ ২টি বলে পরপর ছয় মারেন। ১৯তম ওভারে মোট ৫টি ছক্কায় ৩০ রান ওঠে। একটি উইকেটের পতন ঘটে।

মাভি শেষমেশ ৪ ওভারে ৫০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। লখনউ সুপার জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.