মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালস নিজেদের গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। যেখানে পৃথ্বী শ,




অক্ষর প্যাটেল কিংবা মুস্তাফিজুর রহমানের মত ক্রিকেটারদের রাখা হয়েছিল একাদশের বাইরে। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছিল দিল্লী।




তবে নিজেদের এগারোতম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আবারও দিল্লীর একাদশে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান সহ একাধিক ক্রিকেটার।




হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে পৃথ্বী শ এর পরিবর্তে একাদশে ওপেনার হিসেবে নেয়া হয়েছিল মান্দিপ সিংকে। তবে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। ফলে তার পরিবর্তে একাদশে আবারও ফিরিয়ে আনা হতে পারে পৃথ্বী শ’কে।




অন্যদিকে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখে পেস বোলিং বিভাগেও পরিবর্তন আনে দিল্লী। যেখান এনরিখ নরকিয়াকে যুক্ত করা হয় একাদশে। তবে




মুস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে ৪ ওভার বল করে ৩৫ রান খরচায় মাত্র ১ উইকেট নিয়েছেন নরকিয়া। তাই তার পরিবর্তে আবারও একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে।




মুস্তাফিজ বোলিং বিভাগে যুক্ত হলে খলিল আহমেদ-শার্দূল ঠাকুরদের সাথে মিলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারে গোটা ম্যাচেই।




এছাড়া ব্যাটিং বিভাগে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার মিলে দলকে ভালো শুরু এনে দিলে বাকি ব্যাটাররা নিজেদের কাজটাও সহজভাবে করতে পারবে।




রিশাব পান্তের অধিনায়কত্বে থাকা দিল্লী ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে অধিনায়ক সহ মিচেল মার্শ কিংবা রভম্যান পাওয়েল থাকার কারনে শক্তিমত্তা বেড়েছে আরও বেশ খানিকটা।




চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামীকাল (৮ মে) রাত ৮টায়। এক নজরে দেখে নেয়া যাক চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের জন্য দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ।




ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, রিশাব পান্ত, ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান।