বিশ্বজুড়ে ক্রিকেটাররা যেখানে আইপিএলে খেলতে মুখিয়ে থাকেন, সেখানে কাইল জেমিসনের মতো নবীন একজন ক্রিকেটারের মাঝে এই পরিণত মানসিকতা দেখে উচ্ছ্বসিত নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড।




আইপিএল থেকে ২৭ বছর বয়সী জেমিসনের সরে দাঁড়ানোর কারণ হলো বিশ্রাম নেওয়া এবং নিজের বোলিং নিয়ে বাড়তি কাজ করা। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার বিশালদেহি এই পেসার এবারের আইপিএলে সুযোগ পেয়েও নিজেকে সরিয়ে নিয়েছেন।




অথচ, গত আসরের নিলামে তার দর উঠেছিল ১৫ কোটি রুপি! এবার চাইলে তিনি দর আরও বাড়াতে পারতেন। কিন্তু সেটা করেননি। ১৫ কোটির এই বোলার প্রমাণ করেছেন,




টাকার লোভ সবার থাকে না। ক্রিকেট ও নিজের কেরিয়ারের স্বার্থই সবথেকে বড়।তার প্রশংসা করে স্টেড বলেন, ‘কাইলের বয়সের একজনের জন্য এই পদক্ষেপ দারুণ সাহসী।




ওখানে তার কিছু অভিজ্ঞতা হয়েছে এবং উপলব্ধি করেছে, ক্রিকেটার হিসেবে তার কী করতে হবে। সে নিউজিল্যান্ডের হয়ে সব সংস্করণে খেলতে চায়,




তবে টেস্ট ক্রিকেটই তার কাছে সবকিছুর ওপরে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ।’জেমিসনের প্রশংসা করে স্টেড আরও বলেন, ‘ক্রিকেটের গুরুত্বটা সে বুঝতে পেরেছে।




তার সঙ্গে আমার কথা হয়েছিল। নিলামে নিজের নাম না তুলে যে কাজ সে করেছে, আমার মনে হয় না এখনকার খুব বেশি ক্রিকেটার এটা করবে। এজন্য তাকে আমি অভিনন্দন জানাই।’