Home / খেলার খবর / বাংলাদেশ ক্রিকেটে জায়গা না পেলেও ইংল্যান্ডের কাউন্টিতে অধিনায়ক হলেন টাইগার ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেটে জায়গা না পেলেও ইংল্যান্ডের কাউন্টিতে অধিনায়ক হলেন টাইগার ক্রিকেটার

এবারের বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল একজন অধিনায়ক ইমরুল কায়েস৷ এবারের আশরে বিপিএলের কাপ উঠেছে তার হাতেই তারপরেও দমে যায়নি এই অবহেলিত ক্রিকেটার তিনি এবারের আশরের ডিপিএলে চ্যাম্পিয়ন দলের নেতা ছিলেন এই অবহেলিত ক্রিকেটার৷

ব্যাট হাতেও ধারাবাহিক হওয়ার পরেও সুযোগ মিলে না জাতীয় দলে৷ তবে সুযোগ পাওয়া কিংবা না পাওয়া নিয়ে এখন মোটেও ভাবেন না এক কথায় তিনি এখন জাতিয় দলের আশা পুরিপুরি ছেরে দিছেন।

একজন ক্রিকেটারের মূল লক্ষ্য দেশের হয়ে জাতিয় দলে খেলা৷ কিন্তু ইমরুল তার লক্ষ এখন শুধু খেলা তাতে সে যে পর্যায়ে খেলুক না কেন ভালো করার প্রত্যয় সবসময় থাকে তার৷

মরুল এক জন নিরভিক লড়াকু সৈনিক। ঘরোয়া লিগ শেষ হওয়ায় আপাতত খেলা নেই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। তাইতো এই সময়টা কাজে লাগাতে চাচ্ছেন ইমরুল কায়েস।

এই সময়ে খেলতে যাবেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। যদিও কাউন্টি মাইনর লিগে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। তবুও ইমরুল মনে করেন ভিন্ন কন্ডিশন ম্যাচ খেলার মধ্যে থাকা অনেক কাজে দিবে।

ইদের পর মে মাসের মাঝামাঝি বা শেষের দিকে তিনি পাড়ি দিবেন ইংল্যান্ডে। আবার গুঞ্জন শুনা যাচ্ছে অধিনায়ক হয়ে ধারাবাহিক হবার কারনে কাউন্টিতে তাকে অধিনায়ক করাও হতে পারে। এমন গুঞ্জন একেবারে ফেলে দেওয়া অসম্ভব।

কারন হিসেবে ঐ বিপিএল ও ডিপিএলে শিরোপা জেতা। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার একটি দলের হয়ে প্রায় চার মাস ধরে লঙ্গার ও শর্টার ভার্সনের ক্রিকেটে অংশ নিবেন ইমরুল কায়েস।

শুধু ইমরুল নয় এবারের কাউন্টিতে মাইনোর লিগে আরো খেলতে যাবেন আরো ৬ ক্রিকেটার। তাদের মধ্যে আছেন আশরাফুল, জহুরুলর হক অমি, ফরহাদ রেজা, আরাফাত সানি ও এনামুল জুনিয়র।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.