Home / খেলার খবর / বাংলাদেশকে অবাক করে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশকে অবাক করে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

সুপারস্পোর্টের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। প্রোটিয়াদের অস্ট্রেলিয়া সফরের পর হবে

২০২৩ সালের এই আসর। এছাড়া প্রতি বছর জানুয়ারিতেই মাঠে গড়াবে টুর্নামেন্টটি।সিএসএ’র বিবৃতি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিদেশি খেলোয়াড়দেরও নেওয়া হবে

এই টুর্নামেন্টে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো এখানেও প্রতি ম্যাচে সর্বোচ্চ চারজন করে বিদেশি খেলানো যাবে। নিলামের মধ্যে গোছানো হবে দল।আইপিএল ব্যতীত বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি

লিগের মতোই পারিশ্রমিক দেওয়া হবে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আয়োজক কোম্পানি খেলোয়াড়দের জন্য আকর্ষণীয় পারিশ্রমিক রাখার কথা চিন্তা করছে।

যাতে আইপিএল ব্যতীত অন্যান্য লিগের সঙ্গে এটি সমানতালে চলতে পারে।’ ছয়টি বেসরকারি মালিকানাধীন দল নিয়ে হবে এই টুর্নামেন্টের প্রথম আসর।

যেখানে অংশগ্রহণকারী দলগুলো গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পরে সেরা তিন দলকে নিয়ে হবে প্লে-অফ। সবমিলিয়ে তিন-চার সপ্তাহের মধ্যে শেষ হবে ৩৩ ম্যাচের এই টুর্নামেন্ট।

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.