গতকাল মাত্র ৪০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার মোশারফ হোসেন রুবেল। বাংলাদেশ দলের এই স্পিনারকে নিয়ে শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা সহ দেশ-বিদেশের ক্রিকেটাররা।
figure class=”wp-block-image size-full”>
এছাড়াও মোশারফ হোসেন রুবেল এর মৃত্যুতে শোক জানিয়েছে আইপিএলের দুই জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়েলস। এছাড়াও অশোক জানিয়েছে পাকিস্তান সুপার লিগের দল পেশাওয়ার জালমি।
figure class=”wp-block-image size-full”>
আইপিএলের জনপ্রিয় দল রাজস্থান রয়েলস টুইটারে লিখেছে, “মোশাররফ হোসেনের মৃত্যুতে আমরা শোক জানাই। তার পরিবার ও বাংলাদেশের ক্রিকেটের প্রতি আমাদের সমবেদনা।”
figure class=”wp-block-image size-full”>
পিএসএলের সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, “ব্রেন টিউমারের সাথে লড়াই করে মৃত্যুবরণ করা বাংলাদেশি স্পিনার মোশাররফ রুবেলের প্রতি আমাদের শোক ও পরিবারের প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি।”
figure class=”wp-block-image size-full”>
আইপিএলের দুইবারের শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় উল্লেখ করেছে, ‘বাংলাদেশের সাবেক স্পিনার মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে হৃদয়ের গভীর থেকে শোক জানাচ্ছি। দোয়া করি সে যেন শান্তিতে থাকে।’