Home / খেলার খবর / টেস্টে অধিনায়কত্ব বদলের কোন চিন্তা নেই : জালাল ইউনুস

টেস্টে অধিনায়কত্ব বদলের কোন চিন্তা নেই : জালাল ইউনুস

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের। ইতিমধ্যেই এই সিরিজকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যেও চলছে দল সাজানোর কাজ।
figure class=”wp-block-image size-full”>

তবে এখনো শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনিশ্চিত অলরাউন্ডার সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরেন সাকিব। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, পারিবারিকভাবে সাকিব সব সমস্যা থেকে মুক্ত থাকলে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
figure class=”wp-block-image size-full”>

চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। শ্রীলঙ্কা সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে জালাল ইউনুস বলেন, “সাকিব অ্যাভেইলেবল কিনা দুই-এক দিনের মধ্যে তার থেকে জানতে পারব। তারসঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। যেহেতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।”
figure class=”wp-block-image size-full”>

সাম্প্রতিক সময়ে বেশ সমালোচিত টেস্ট অধিনায়ক মুমিনুল। তার অধীনে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় এলেও ব্যর্থতার পাল্লা ভারী। অধিনায়কত্বের চাপে পারফরম্যান্সও করতে পারছেন না। যদিও মুমিনুলকে সরানোর আপাতত কোন চিন্তা নেই বোর্ডের। তার প্রতি আস্থা রেখে জালাল ইউনুস বলছেন, “অধিনায়কত্ব বদলের কোন চিন্তা নেই।”

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.