ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। এবারের আসরের শুরুটা ভালই করেছে রয়েল চ্যালেঞ্জার্স। প্রথম ম্যাচে হারলেও পরের তিন ম্যাচ পর পর জয় তুলে নিয়েছে ফাফ দু প্লেসিসের দল।
figure class=”wp-block-image size-full”>
যদিও শেষ ম্যাচে তারা ফিরেছে চেন্নাই সুপার কিংসের কাছে। তবে পাঁচ ম্যাচের দিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে তাদের চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল দিল্লি ক্যাপিটালস।
figure class=”wp-block-image size-full”>
এরপর পরপর দুই ম্যাচে হেরে কিছুটা বাজে ভাবে শুরু করে দিলি। তবে শেষ ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে। দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচেই বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন তিনিই।
figure class=”wp-block-image size-full”>
এর মধ্যে নিজের প্রথম ম্যাচে তিন উইকেটে তুলে নিলেও পরের দুই ম্যাচে উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজ। এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বনিম্ন ইকোনমিক রেট বোলার মোস্তাফিজুর রহমান।
figure class=”wp-block-image size-full”>
তিন ম্যাচে ১২ ওভারে মাত্র ৭০ রান দিয়েছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত মুস্তাফিজের ইকোনমিক রেট ৫.৮৩। ৪.৮৩ ইকোনমিক রেট নিয়ে সবার উপরে রয়েছে সুনীল নারিন। দ্বিতীয় স্থানে থাকা হর্ষল প্যাটেলের ইকোনমিক রেট ৫.৫০।