Home / খেলার খবর / মেসির অবসর নিয়ে শেষ কথা জানিয়ে দিলেন কোচ স্কালোনি

মেসির অবসর নিয়ে শেষ কথা জানিয়ে দিলেন কোচ স্কালোনি

‘বিশ্বকাপে খেলার পর সবাই নিজেকে মূল্যায়ন করে। খেলোয়াড়রা কি ভাবছে তা আমার মাথায় নেই। আপনার ভবিষ্যতের কথা ভাবার দরকার নেই। বর্তমানে তাদের দর্শনীয় (ফুটবল) উপভোগ করতে হবে।

এটাই জীবনের নিয়ম এবং এক পর্যায়ে এটি (অবসর) ঘটবে। বিশ্বকাপের পরে কী হবে, সেটি ভাবাই বৃথা।’ লিওনেল মেসির অবসর প্রসঙ্গে গত রোববার সংবাদ সম্মেলনে এভাবেই নিজের মনোভাবের কথা জানান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

সম্প্রতি চলতি বছরের শেষ দিকে নিজের ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যত পুনর্বিবেচনার কথা জানান মেসি। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলে জয়ের পর আর্জেন্টাইন মহাতারকা এটিও জানিয়েছিলেন,

জাতীয় দলের হয়ে কোনো মেজর ট্রফি জেতার আগেও তিনি আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করতে পারায় আনন্দিত ছিলেন। ‘বিশ্বকাপের পর কী করব আমি জানি না। সামনে যা আসছে তা নিয়ে ভাবছি।

কাতারের (বিশ্বকাপ) পর আমাকে অনেক কিছু পুনর্মূল্যায়ন করতে হবে। আশা করি এগুলো যতটা সম্ভব ভালো উপায়ে অবলম্বন করা যাবে। তবে নিশ্চিতভাবেই বিশ্বকাপের

পর অনেক কিছুই বদলে যাবে।’ ‘কোপা জেতার আগে থেকেই আমি এখানে খুশি। আমি আর্জেন্টিনায় যতবার আসি, ততবারই তারা (সমর্থকরা আমাকে অনুভব করে। এর জন্য আমি কৃতজ্ঞ।’

Check Also

দুর্দান্ত খেলেও শেষ মুহুর্তে দুই গোল খেয়ে বিশ্বকাপ শুরু করলো মানের সেনেগাল

বিশ্বকাপে আগে কখনোই গ্রুপপর্বে আফ্রিকার কোন দলের কাছে হারেনি নেদারল্যান্ডস। অন্য দিকে সেনেগালও বিশ্বকাপে দু …

Leave a Reply

Your email address will not be published.