দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে বোলারদের র্যাংকিংয়ে আবারও শীর্ষ দশে প্রবেশ করেছেন সাকিব আল হাসান। বোলারদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদও।
বোলারদের র্যাংকিংয়ে সাকিব এখন অবস্থান করছেন অষ্টম স্থানে। শীর্ষ দশে তিনি দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার। আগে থেকেই শীর্ষ দশে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ,
যিনি এই সিরিজ শেষেও সপ্তম স্থানে রয়েছেন। সিরিজের সেরা খেলোয়াড় তাসকিন আহমেদ ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩তম স্থানে, যা তার ক্যারিয়ার সেরা অবস্থান।
এই সিরিজের ফর্মে কাগিসো রাবাদা অষ্টম স্থান থেকে ছিটকে গেছেন ১৩তম স্থানে। মুস্তাফিজুর রহমানের অবস্থান ১৬তম। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষ বিশে প্রবেশ করেছেন।
১ ধাপ এগিয়ে তিনি এখন ২০তম। মুশফিকুর রহিম ৪ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ১৭তম স্থানে। এছাড়া অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে অবস্থান করছেন সাকিব। এই তালিকার ৯ম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ।