Home / সর্বশেষ / ৭ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে যা বললেন মিরাজ

৭ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে যা বললেন মিরাজ

দুটি ম্যাচেই ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন মিরাজ। প্রথম ওয়ানডেতে খাদের কিনারা থেকে অবিশ্বাস্যভাবে ১ উইকেটের জয় এনে দিয়েছিলেন।

দ্বিতীয় ম্যাচে পাওয়া ৫ রানের জয়েও মূল অবদান তার, এবার হাঁকিয়েছেন সেঞ্চুরি। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ,

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কৃতিত্ব, তিনি আমাকে এমন পারফর্ম করার সুযোগ দিয়েছেন। খুব ভালো লাগছে।’

জাতীয় দলে আসার পর পেয়েছিলেন বোলারের তকমা। তবে বয়সভিত্তিকে ব্যাটিং দিয়ে জয় করেছেন সবার মন। আন্তর্জাতিক ক্রিকেটে

অভিষেকের পর কিছুটা সময় নিয়েই মিরাজ আরও শাণিত করেছেন নিজের ব্যাটিং, যার ফলাফল এখন হাতেনাতে ধরা দিচ্ছে।

তিনি বলেন, ‘গত কয়েক বছর আমি ব্যাটিং নিয়ে কাজ করেছি, কিছু নির্দিষ্ট জায়গায় উন্নতি করেছি। কোচরা উন্নতি করার জন্য অনেক পরামর্শ দিয়েছেন।

রিয়াদ ভাই আমাকে বলছিলেন ইনিংস বড় করতে হবে। পার্টনারশিপ করার ব্যাপারেই আমাদের আলোচনা হচ্ছিল। ভালো জায়গায় খেলার চেষ্টা করে ওদের চাপে রাখতে চেয়েছি।’

অবিস্মরণীয় এই অর্জনের পর সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুলেননি মিরাজ। তিনি বলেন, ‘দর্শক যারা এখানে এসে খেলা দেখেছেন এবং টিভির সামনে বসে আমাদের সমর্থন যুগিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *