‘আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই, তেমনি আগ্রাসী হতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। সোমবারে দেখা যাক কী হয়।’
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দিন দুয়েক আগে এমনটিই বলেছিলেন আইরিশ ক্রিকেটার রস অ্যাডায়ার। সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দুইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচে প্রথমটি।
দিন কয়েক আগেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে সাকিব বাহিনী। এছাড়াও আইরিশদের বিপক্ষে জয় পেয়েছে ওয়ানডে সিরিজ।
ফলে বাড়তি এক আত্মবিশ্বাস কাজ করবে স্বাগতিকদের মাঝে। তবে টি-টোয়েন্টি ক্রিকেট বলেই আগে ভাগে এগিয়ে রাখার সুযোগ নেই কাউকেই।
ক্রিকেটে নিজেদের দূর্বল ফরম্যাটে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। একই ফরম্যাটে বাংলাদেশকে আয়ারল্যান্ড হারিয়ে দিলেও অবাক হওয়ার কিছুই নেই। তাই সজাগ থেকেই মাঠে নামবে সাকিবরা এটা হলফ করেই বলা যায়। একই সাথে খেলবে আক্রমণাত্মক ক্রিকেট।
চন্ডিকা হাথুরুসিংহে দলের সাথে দ্বিতীয়বার যোগ দেওয়ার পরেই পজিটিভ মানসিকতা দেখিয়েছেন লেগ স্পিনারদের নিয়ে। আয়ারল্যান্ড সিরিজের দলে যুক্তও করা হয়েছে রিশাদ হোসেনকে। প্রথম টি-টোয়েন্টিতে দেশের ৮০ তম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে পারে এই লেগির।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।