বাংলাদেশ সফরে এসে একের পর এক শর্ত জুড়ে দিচ্ছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। মাঠের বাইরে একগাদা শর্ত দেওয়ার পর এবার মাঠের ভেতরেও শর্তের ছড়াছড়ি দিতে শুরু করেছে অজিরা। হাসিমুখে সব শর্তও মেনে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজ শুরুর ১০দিন আগে থেকেই জৈব সুরক্ষা বলয় তৈরি, এক ভেন্যুতেই সব ম্যাচ, পুরো হোটেল বুকিং মাঠের বাইরের এসব শর্ত জুড়ে দিয়ে সফরের আগেই আলোচনার জন্ম দেয় দলটি। এবার মাঠের লড়াই-এ নামার আগে মাঠের ভেতরের শর্তও জুড়ে দিতে শুরু করেছে দলটি।
এবার বিসিবির এক কর্মকর্তা থেকে জানা গেল চমকপ্রদ একটি শর্ত। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ভেন্যুর ড্রেসিংরুমে যাবে, মাঠে গিয়ে ফিল্ডিং প্র্যাকটিস করবে, এরপর অ্যাকাডেমিতে ব্যাটিং প্র্যাকটিস করবে। তবে এসব জায়গায় থাকতে পারবেনা কোনো লোক। এছাড়া মাঠে থাকবেনা কোনো খাওয়া-দাওয়ার ব্যবস্থাও, শুধুমাত্র পানীয় থাকবে মাঠে।’