আগের আসরের আইপিএলও থমকে দিতে হয়েছিল টুর্নামেন্টের মাঝপথে। এবার তাই এক শহরেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
figure class=”wp-block-image size-full”>
কিন্তু তাতেও ঠেকানো গেল না করোনা। করোনা আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। তার সংস্পর্শে আসায় এবং অন্যদের মধ্যে উপসর্গ থাকায় ওই দলে খেলা বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানসহ বাকিদের তাই নেওয়া হয়েছে কোয়ারেন্টাইনে।
figure class=”wp-block-image size-full”>
আগামী ২০ এপ্রিল পুনেতে দিল্লির ম্যাচ আছে। কিন্তু করোনা শঙ্কার কারণে তাদের পুনে যাওয়া আটকে দেওয়া হয়েছে। আজ ও আগামীকাল দু’বার দলের পুরো সদস্যদের পিসিআর টেস্ট করা হবে।
figure class=”wp-block-image size-full”>
ওই টেস্টের ফলের ওপর ভিত্তি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিল্লি পরবর্তী ম্যাচ মাঠে গড়াবে নাকি স্থগিত হবে ওই সিদ্ধান্ত নেবে।ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে,
figure class=”wp-block-image size-full”>
ফিজিওর পরে দিল্লি ক্যাপিটালসের আরও এক ক্রিকেটার অ্যান্টিজেন টেস্টে করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লির ক্রিকেটাররা মুম্বাইয়ের দ্য তাজ মহল প্যালেস হোটেলে রাখা হয়েছে। দলটির পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে।