Home / খেলার খবর / যে ভারতীয় ব্যাটসম্যান রাতের ঘুম হারাম করেছে ইংল্যান্ড বোলারদের

যে ভারতীয় ব্যাটসম্যান রাতের ঘুম হারাম করেছে ইংল্যান্ড বোলারদের

আর দুদিন বাদেই মাঠে গড়াবে বহুল প্রতিক্ষার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ টেস্টের সিরিজ। সিরিজটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে চাপা উত্তেজনা। প্রতিপক্ষের বেশ কিছু খেলোয়াড়দের নিয়ে ছক কষতে ব্যস্ত দুদলই। তবে এবার আলাদাভাবে নজরে থাকছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। গেল অস্ট্রেলিয়া সফরেও তার মারকাটারি ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিল সবাই।

তাই এবার ইংল্যান্ড সফরেও ইংলিশ বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন পন্থ। এর আগে ইংল্যান্ডে এসে শতকের দেখাও পেয়েছিলেন তিনি। তাই পন্থও মুখিয়ে নিজেকে উজাড় করে দিতে। তার জন্য দলের বড় ভাইদের থেকেও পাচ্ছেন নানা পরামর্শ। সিরিজটি ঘিরে পন্থও জানিয়েছেন নিজের মনের কথা।

সম্প্রতি BCCI.tv-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষভ পন্থ বলেন, ‘যেকোনো ম্যাচের আগে বিভিন্ন বিষয়ে আমি রোহিত ভাই এর সঙ্গে অনেক আলোচনা করি। আগের ম্যাচে কী ভুল করেছি না করেছি কিংবা সামনের ম্যাচে আবারও একই পরিস্থিতির সৃষ্টি হলে আমার কী করণীয়, এসব নিয়ে লম্বা সময় আলোচনা হয়। ইংল্যান্ডে সাফল্য পেতে কিভাবে কি করা উচিত বিরাট ভাইও আমাকে এ বিষয়ে পরামর্শ দেন। রবি (ভারতের হেড কোচ) ভাই কিংবা অশ্বিন ভাইও আমাকে নানা টিপস দিয়ে থাকেন। আমি সকলের থেকেই বিভিন্ন বিষয়ে জানতে ও শিখতে পারছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *