Home / খেলার খবর / অজিদের কঠিন লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ

অজিদের কঠিন লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শুরুটা খুব ভালো হয়নি বাংলাদেশের। ব্যাট হাতে প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররা। সফরকারীদের নিয়ন্ত্রিত ও কোয়ালিটি বোলিংয়ের বিপরীতে রান তুলতে সংগ্রাম করেছে বাংলাদেশ। তারপরও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ অব্দি ৭ উইকেটে ১৩১ রানের পুঁজি গড়েছে স্বাগতিকরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট ১৩২ রান।

টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। মিচেল স্টার্ককে নাঈম শেখের ছক্কায় ্আক্রমণের আভাস দিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু পরে অস্ট্রেলিয়ানদের বোলিংয়ে রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে ব্যাটসম্যানদের। সৌম্য (২) চতুর্থ ওভারে ফিরে যান। নাঈম রান তোলার প্রাণপণ চেষ্টা করেছেন। আউট হওয়ার আগে ২৯ বলে ৩০ রান করেছেন তিনি।

পরে সাকিব -মাহমুদউল্লাহও রান তোলার চেষ্টা করেছেন। তারাও গতি ফেরাতে পারেননি। সাকিব ৩৬, মাহমুদউল্লাহ ২০ রান করেন। শেষ দিকে আফিফের ২৩ রানে একশো পার হয় বাংলাদেশের স্কোর । ৪৬টি ডট বল খেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। স্টার্ক ২টি, হ্যাজেলউড ৩টি, জাম্পা-টাই ১টি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *