Home / খেলার খবর / ২০২৭ সালে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ

২০২৭ সালে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ

অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ পাচ্ছে বাংলাদেশ। নতুন এফটিপিতে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলবে টাইগাররা। সর্বশেষ ১৯ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
figure class=”wp-block-image size-full”>

এরপর ২০০৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল টাইগারদের জন্য সর্বশেষ অস্ট্রেলিয়া সফর। তবে এবার নতুন এফটিপিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের।
figure class=”wp-block-image size-full”>

আইসিসির সভা শেষে দেশে ফিরে আস সাংবাদিকদের সাথে আলাপকালে অনেকগুলি ভালো খবর শুনেছেন তিনি। এরমধ্যে ২০২৬ সালের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এছাড়াও পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে দুই টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ।
figure class=”wp-block-image size-full”>

সোমবার মিরপুরে তিনি বলেছেন, “ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব। ২০২৭ সালে দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ।
figure class=”wp-block-image size-full”>

পরিকল্পনা আছে। এখনও চূড়ান্ত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান সফর করার পরিকল্পনা বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ তো আছেই। কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *