কিছুদিন ধরে নিজেকে অলরাউন্ডার বলে দাবি করে আসছিলেন আফগানিস্তানের তারকাদের স্পিনার রাশিদ খান। তবে আস্তে আস্তে তার সেই দাবি তিনি সত্যি করছেন। আইপিএলে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে বিধ্বংসী রূপে দেখা যাচ্ছে থাকে।
গতকাল শেষ ওভারে তার ব্যাটিং ঝড়ে নাটকীয় ভাবে ম্যাচে জয়লাভ করেছে গুজরাট টাইটান্স। নিজে সাপেক্ষে দল সানরাইজার্স হায়দ্রাবাদকে তিনি বুঝালেন দলে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি ছিলেন। ১৪০ রানে ৫ উইকেট হারায় গুজরাট।
২৪ বলে গুজরাটের তখন জয়ের জন্য রান প্রয়োজন ছিল ৫৬। রশিদ খানকে নিয়ে লক্ষ্যের দিকে ছুটতে শুরু করেন রাহুল তেওয়াতিয়া ছুটতে ছুটতে শেষ ওভারে এসে গুজারাটের দরকার পড়ে ২২ রান। ইয়ানসেনের প্রথম বলেই ছক্কা মারেন তেওয়াতিয়া।
দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে ছক্কা মারেন রশিদ, পরের বলে কোনো রান পাননি। পঞ্চম বলে আবার ছক্কা মারেন আফগানিস্তানের অলরাউন্ডার। শেষ বলের হিসেব দাঁড়ায় ৩ রানের। ইয়ানসেনের শেষ বলে ছক্কা মেরে গুজরাটকে শীর্ষে তোলেন রশিদ।
ম্যাচ শেষে তেওয়াতিয়া অপরাজিত ছিলেন ২১ বলে ৪০ রানে। রশিদ ১১ বলে করেছেন অপরাজিত ৩১ রান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৬ রানেই অধিনায়ক কেইন উইলিয়ামসনকে হারায় হায়দরাবাদ। এর পরও ওপেনার অভিষেক শর্মা ও মিডল অর্ডার ব্যাটসম্যান এইডেন মার্করামের অর্ধশতকের আর শেষ দিকে শশাঙ্ক সিংয়ের ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে ১৯৫ রান করে দলটি।
হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে শীর্ষে উঠেছে গুজরাট। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ আছে আগের তৃতীয় স্থানেই।