পিএসজিতে লিওনেল মেসির দুই মৌসুমের চুক্তি শেষ হয়ে যাবে চলতি মৌসুম শেষেই। ক্লাবের সঙ্গে তার নতুন চুক্তির আলোচনা তেমন একটা শোনা যায়নি।
বরং, তাঁর শৈশবের ক্লাব বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জনই বেশি। গত মৌসুমের আগে তিক্ততা নিয়ে কাতালানদের ছাড়লেও এখন তার ফেরার আলোচনা
জোর ভিত্তি পায় বন্ধু জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পর। বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাও চেষ্টার কোন কমতি রাখছে না বলে বারবার জানিয়েছেন।
যদিও, লিওনেল মেসির এই মুহুর্তে বার্সেলোনায় ফেরা সহজ হবে মনে করছে না ইনিয়েস্তা। প্রায় এক দশকের বেশি সময় ধরে বার্সেলোনায় মেসির সঙ্গে
খেলেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। আর সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা থেকেই এসব বলেছেন তিনি। সম্প্রতি টিওয়াইসিকে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন,
“আগের মেসি আর এখনকার মেদি একদমই আলাদা। সে এক নম্বরে। সে যা করেছে তা হল নিজে বড় হওয়া, নিজেকে উন্নত করা ও তার সতীর্থদের আরও ভালো করা।
মেসির সাথে একটি দলের জয় এবং শিরোপা অর্জনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। সে যা করে তা আমি কাউকে করতে দেখিনি।”
” তার বার্সেলোনায় ফেরা কখনই সহজ নয়, তবে আমি মনে করি লিওর ফিরে আসার সম্ভাবনা রয়েছে।” পিএসজির হয়ে প্রথম মৌসুমের ব্যর্থতা ভুলে চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি।
ক্লাবের হয়ে প্রতি ম্যাচেই গোলে অবদান রাখছেন তিনি। সব মিলিয়ে চলতি মৌসুমে আর্জেন্টাইন মহাতারকার ১৮ ম্যাচে গোলসংখ্যা হয়ে গেল ১২টি। গোলে অবদানও রাখেন আরও ১০টি।